“গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়ারল্যান্ড আওয়ামীলীগের আলোচনা সভার প্রস্তুতি”



প্রিয় সুধী,
আগামী ২৫ শে মার্চ রোজ রবিবার গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়ারল্যান্ডের কাউন্টি কর্কে আয়ারল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


আয়ারল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী আওয়ামীলীগের কর্মী ও নেতৃবৃন্দকে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলার নিরস্ত্র নিরীহ জনগণকে হত্যা করা হয়। বাংলার মানুষ তখন স্বাধীনতার স্বপ্নে বিভোর। এই গণহত্যা শুরু হওয়া মাত্রই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ২৬ শে মার্চে -র প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। বাঙালীদের উপর সেই হত্যা যজ্ঞের বিচার হয়নি আজ-ও।মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস পাকিস্তানিদের এই বর্বর হত্যা কাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে আসুন আমরা সবাই মিলে সেই বর্বর হত্যাকাণ্ডের বিচার দাবী করি।

এছাড়াও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইউরোপে সর্বপ্রথম আয়ারল্যান্ড আওয়ামীলীগের ওয়েবসাইট উদ্বোধন হতে যাচ্ছে। তাই আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।


অনুষ্ঠানে উপস্থিত থাকবেন:


জনাব কিবরিয়া হায়দার (সভা’র প্রধান অতিথি-সভাপতি,আয়ারল্যান্ড আওয়ামীলীগ)
বেলাল হোসেন (সভা’র প্রধান বক্তা-সাধারণ সম্পদক,আয়ারল্যান্ড আওয়ামীলীগ)
ফয়জুল্লাহ শিকদার (সভা’র সভাপতি -সভাপতি, কর্ক আওয়ামীলীগ)



    


উপস্থাপনা ও সঞ্চালনায়:


নোমান চৌধুরী


বিশেষ অতিথি :

রফিক খান
কামরুজ্জামান নান্না মিয়া
দীপু ফিরোজ
মিজানুর রহমান
মো: রফিক মিয়া
জসিম উদ্দিন
ফিরোজ হোসেন
অলক সরকার
বরুন বাবু
সমীর কুমার ধর
সেলিম অরন্য
হাফিজুর রহমান লিঙ্কন
সুমন
নাজমুল হক রুমন
এ আর নয়ন
রিব্বী ইসলাম
আব্দুল হক সাগর
আজিম হোসেন আজিম
জামাল বসির
আমিনুল ইসলাম তপন
মোতালেব হোসেন
জিল্লুর রহমান
তৌহিদ হাসান
হোসেন আলি ঝিনুক সরদার
রাজিব আহাম্মেদ
আরমান কাজী
ইনজামুল হক জুয়েল
টিপন বরুয়া
দিপন খান
সালাউদ্দিন ভূঁইয়া
শফিকুল ইসলাম
হাসিব হাসান
সজিব নাজমুল
রুপেশ বরুয়া



তারিখ: ২৫/০৩/২০১৮ (রবিবার)

সময়কাল - বিকাল ৪ ঘটিকা ।

স্থান- "Hotel Jurry's Inn Cork"
          Anderson's Quay
          Cork



সার্বিক আয়োজনে:

কর্ক আওয়ামীলীগ