header



“FBCCI-এর পরিচালক মিস শারিতা মিল্লাত ও ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ গনিকে আয়ারল্যান্ডে সংবর্ধনা।”




নবগঠিত ডাবলিন আওয়ামীলীগ, আয়ারল্যান্ড আওয়ামীলীগ ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ডাবলিনের ম্যামস রেস্টুরেন্টে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর পরিচালক “শারিতা মিল্লাত” ও ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক “এম.এ গনিকে” সংবর্ধনা দেওয়া হয়।

সভার শুরুতেই “সভার প্রধান ও বিশেষ অতিথিদ্বয়কে ডাবলিন, কর্ক, গলওয়ে, কিলডার ও আয়ারল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়”অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাবলিন আওয়ামীলীগের নব গঠিত কমিটির সভাপতি জনাব ফিরোজ হোসেনসংবর্ধনা অনুষ্ঠানে, সংক্ষিপ্ত বক্তব্যে সভার বিশেষ অতিথি শারিতা মিল্লাত বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাই বিদেশে বসবাসরত প্রত্যেক বাঙালীকেই সে অনুযায়ী কাজ করতে হবে। তিনি বলেন আপনাদের মধ্যে থেকেই আগামী দিনে নতুন উদ্যোক্তা তৈরী হবে যারা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। তিনি আয়ারল্যান্ড বাংলাদেশ সম্পর্ক তৈরীর ব্যাপারে জোর দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে, সভার প্রধান অতিথি ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ গনি বলেন, আয়ারল্যান্ড আওয়ামীলীগের কমিটি তৈরী করা হয়েছিল ২০১৫ সালে যা এখন অতিবাহিত হয়েছে।সামনে সবাইকে নিয়ে কমিটি করতে হবে। সামনে বাংলাদেশে নির্বাচন যারা এখনো মূল কমিটির বাইরে তাদেরকে অতি স্বত্তর আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনের ও সাংগঠনিক সম্পাদক রফিক খানের সাথে যোগাযোগ করে কিভাবে একসাথে কাজ করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেন, তিনি আরো বলেন ঐক্যের কোনো বিকল্প নেই, একমাত্র ঐক্য-ই দিতে পারে আগামীতে সুসংগঠিত আয়ারল্যান্ড আওয়ামীলীগ এবং জননেত্রীর ২০৪১ ভিশন বাস্তবায়ন।


উপরের বক্তাদের সাথে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি কিবরিয়া হায়দার, বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক রফিক খান সহমত প্রকাশ করেন। সভায়, শারিতা মিল্লাত ও এম.এ গনি ডাবলিন আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ফিরোজ হোসেন ও ভারপাপ্ত সাধারণ সম্পাদক অলক সরকার সহ নব গঠিত ডাবলিন আওয়ামীলীগ কমিটির সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করার জন্য ডাবলিন ও আয়ারল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ম্যামস রেস্টুরেন্টের কর্ণধার খিলডেয়ার আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ও গলওয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামির জসিমকে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশেনের সভাপতি ফয়জুল্লাহ শিকদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নান্না।আয়ারল্যান্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম অরণ্য।ডাবলিন আওয়ামীলীগের সহ-সভাপতি জসীম পাটোয়ারী, দিপু ফিরোজ, হাফিজুর রহমান লিঙ্কন, মোঃ সুমন, আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পদক সমীর কুমার, যুগ্ম সাধারণ সম্পদক নাজমুল হক রুমন, সদস্য আহমেদ নাজির, শফিকুর রহমান, সুজন কুন্ডু, আশরাফুল ইসলাম, গিরিশ বড়ুয়া।

ডাবলিনের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং ডাবলিন আওয়ামীলীগ নেতা মুন্না সৈকত, রিয়াজ খন্দকার ও টিটু খন্দকার।

কাউন্টি কর্ক থেকে আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইনজামামুল হক জুয়েল ও সুমন বড়ুয়া। গলওয়ে আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সাগর এবং বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আজিমুল হোসেন আজিম সহ অন্যান্যরা।





[ সংবাদটি পড়া হয়েছে : 2019 বার ]



বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আমাদের সংবাদ