“ডাবলিন আওয়ামলীগের সম্মেলনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ।”



ডাবলিন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এখন উৎসব অবস্থা বিরাজ করছে। সম্মেলনকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। ডাবলিন আওয়ামীলীগের কর্মীরা সম্মেলনকে সফল করার জন্য আমন্ত্রণ পত্র নিয়ে পৌঁছে যাচ্ছে জনগণ ও ডাবলিনের বড় ভাইদের কাছে।


এছাড়াও আয়ারল্যান্ডের অন্যান্য কাউন্টিতে (জেলা) ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে। এখন থেকে ৫ বছর আগে ২০১২ তে একবার ডাবলিন আওয়ামীলীগের সম্মেলন হয়েছিল।

ডাবলিন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফিরোজ হোসেন জানিয়েছেন, "তৎকালীন আয়ারল্যান্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মিরাজ হোসেন আমাদের সম্মেলনে উপস্থিত থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে কমিটি করে দিয়েছিলেন।আমাদের সম্মেলনের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা এইবার সকলে সম্মিলিতভাবে এই সম্মেলন করতে যাচ্ছি। আমি অবশ্যই ধন্যবাদ দেব কাউন্টি কিলারনির কিবরিয়া ভাই ,কর্কের রফিক ভাই ও গলওয়ের বেলাল ভাইকে ও আরো যারা দলের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। কারণ তারা সবাই আন্তরিকভাবে চাইছিলেন দলের মধ্যে আমাদের সমস্যা গুলো মিটিয়ে ফেলতে। তাই আমরা আশা করি এবার ও সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য "

ডাবলিন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক অলক সরকার জানিয়েছেন,"সম্মেলনকে কেন্দ্র করে আমরা এখন ব্যস্ত এবং আমরা আমন্ত্রপত্র এখনো দিয়ে যাচ্ছি। হয়তো আমন্ত্রণ পত্র নিয়ে সকলের কাছে পৌঁছানো সম্ভব হবে না, এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা আসবেন। আর সম্মেলনে আমরা বিশেষ চমক রাখার চেষ্টা করছি।"

নিন্মে ডাবলিন আওয়ামীলীগ ও আয়ারল্যান্ড আওয়ামীলীগের কর্মীদের আমন্ত্রণ পত্রের কিছু ছবি আমাদের ওয়েবসাইটের জন্য পাঠিয়েছেন। আমাদের কাছে আরো ছবি আসবে এবং আমরা এর আপডেট দিয়ে যাবো।

[ সংবাদটি পড়া হয়েছে : 6434 বার ]