“ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে নব গঠিত ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন।”




জননেত্রী শেখ হাসিনা জার্মানি সফরকালে ইউরোপীয়ান আওয়ামীলীগের নেতৃত্ত্বে বড় ধরণের পরিবর্তন আনেন। গুঞ্জন ছিল অনেক আগেই তা হবার; তাই এই পরিবর্তন অবশ্যই আকস্মিক কিছু নয়।

ইউরোপীয়ান আওয়ামীলীগের সাবেক সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম.এ গনি ভাই দের হাত ধরে যেই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল গত একযুগের ও বেশি সময় আগে আজ তা বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে তাদেরই নেতৃত্বে।

ইউরোপীয়ান আওয়ামীলীগে অনবদ্য অবদান রাখায় ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে সদ্য সাবেক নেতৃত্বদ্বয় কে টুপি খোলা বিদায়ী অভিবাদন। এই সংগঠনের কর্মীরা তাদের অবদান চিরকাল মনে রাখবে।

বর্তমান বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই চাইবেন সংগঠনে গতিশীলতা আনতে, যা সম্ভব শুধুমাত্র যোগ্য,নীতি ও আদর্শে লালিত নেতৃত্ত্ব দ্বারা এবং সাংগঠনিকভাবে দক্ষ আমাদের নেত্রী তা বেশ ভালোই বোঝেন। আমাদের বিশ্বাস,দলীয় কর্মীদের আকাঙ্খা-ও তাই।

সেই ধারাবাহিকতায়, আদর্শিক ও নীতি নৈতিকতার আলোকে ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি পদে এম.নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুজিবর রহমান। আমরা ডাবলিন আওয়ামীলীগ নব নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বর্তমান সভাপতি নজরুল ইসলাম ইতিমধ্যে একবার আয়ারল্যান্ডে এসেছিলেন তাও বেশ কয়েকবছর আগে। আমরা নব নির্বাচিত নেতৃবৃন্দকে অনুরোধ করবো আয়রল্যান্ডে আমাদের আতিথ্য গ্রহণের জন্য। আয়ারল্যান্ডের ডাবলিনে নেতৃবৃন্দের উপস্থিতি অবশ্যই আওয়ামীলীগের সকল কর্মীদের উৎসাহিত করবে।

আমরা বিশ্বাস করি, বর্তমান নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে ইউরোপীয়ান আওয়ামীলীগের অধীনে সকল দেশের আওয়ামীলীগের নেতৃত্ত্বেও আদর্শিক পরিবর্তন আসবে যেখানে ঠাঁই হবে না পিঠ বাঁচানো অথবা আওয়ামী নামধারী পারিবারিকভাবে সংযুক্ত অথবা সমঝোতাকারী বিএনপি জামায়াতের কোনো গুপ্তচরদের।



ডাবলিন আওয়ামীলীগের সকল কর্মী ও নেতৃবৃন্দের পক্ষে


শুভেচ্ছান্তে,













ফিরোজ হোসেন
সভাপতি
ডাবলিন আওয়ামীলীগ

অলক সরকার
সাধারণ সম্পাদক
ডাবলিন আওয়ামীলীগ