"বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নেতৃবৃন্দের কাছ থেকে আয়ারল্যান্ড আওয়ামীলীগের প্রাপ্ত খবরাখবর।"
বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘুরে আয়ারল্যান্ড আওয়ামীলীগের বিভিন্ন নিউজ পাওয়া যাচ্ছে।
গত ২৮ তারিখে নর্দার্ন আয়ারল্যান্ড (বেলফাস্ট, সংযুক্ত ব্রিটেন ) সফরকালে ডাবলিন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন বেলফাস্ট আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জয় খন্দকার, যুবলীগের সভাপতি আলী আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন।
সাক্ষাৎকালে ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাবলিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অলক সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রবিন ও সহ-সভাপতি প্রবীর সরকার। এই দ্বিপাক্ষিক সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ আগামীদিনে পারস্পরিক দলীয় তথ্য আদান প্রদান ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
এদিকে, আয়ারল্যান্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক জুয়েল ও কর্ক আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল খায়ের এক সংক্ষিপ্ত সফরে ইউরোপীয়ান ইউনিয়নের দেশ বিশ্বের ঐতিহ্যবাহী প্রাচীন গ্রীসে যান। সেখানে গ্রীস আওয়ামীলীগের সম্মানিত সভাপতি মান্নান মাতব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার সহ ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন। বৈঠককালে বিভিন্ন ধরণের দ্বিপাক্ষিক সহযোগিতা সহ বিভিন্ন দলীয় বিষয়ে আলোচনা করেন।
আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জনাব কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, আয়ারল্যান্ড আওয়ামীলীগ শক্তিশালী হওয়ার জন্য বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে এই ধরণের বৈঠক অত্যন্ত গুরুত্ত্ব পূর্ণ।আমাদের ছেলেরা এখন ধীরে ধীরে বিভিন্ন দেশের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সু-সম্পর্ক গড়ে তুলছে যা আগামীতে অন্য দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও সহযোগিতা মূলক সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে রাজনৈতিক জ্ঞান ও তাদের নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।
কিছুদিন আগেও ইউরোপিয়ান আওয়ামীলীগের মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আয়ারল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ তেরো জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। আমাদের জানামতে অন্য কোনো দেশ থেকে একসাথে এরকম বড় প্রতিনিধি দল অংশ গ্রহণ করেনি।সবকিছু ঠিক ঠাক চললে এ থেকে আমরা অনুমান করতে পারি আয়ারল্যান্ড আওয়ামীলীগ হয়তো নিকট ভবিষ্যতে ইউরোপিয়ান আওয়ামীলীগের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা মূলক ভূমিকা রাখতে সক্ষম হবে।
অপর একটি বার্তায় জানা গেছে, বাংলাদেশে এফবিসিসিআই এর পরিচালক পদে শারিতা মিল্লাত পুনরায় নির্বাচিত হয়েছেন। এজন্য ডাবলিন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ হোসেন ও আয়ারল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ শারিতা মিল্লাত কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
ইউরোপিয়ান আওয়ামীলীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব গনি আনোয়ার-ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শারিতা মিল্লাতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য গত বছর মিস শারিতা মিল্লাত আয়ারল্যান্ডে এলে সেই সময় জনাব গনি আনোয়ার ও আয়ারল্যান্ড আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়ারল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছ থেকে আরো জানা যায়, আগামী রবিবার ০৫/০৫/২০১৯ তারিখে আয়ারল্যান্ডের কাউন্টি গলওয়েতে তারা সবাই দলের এক বর্ধিত সভায় মিলিত হচ্ছে।
[ সংবাদটি পড়া হয়েছে : 8191 বার ]