“ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে রফিক খানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।”


ছবি: শুভ জন্মদিন রফিক খান


আয়ারল্যান্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খানের জন্মদিন আজ।আমরা ডাবলিন আওয়ামীলীগ রফিক খান কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই।

আয়ারল্যান্ড আওয়ামীলীগ গঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। যখন আয়ারল্যান্ড আওয়ামীলীগ ছিল না তখন সংগঠন কে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করেন। আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে আওয়ামী লীগ সমর্থক অথবা পূর্বে আওয়ামীলীগের কর্মী ছিল এরকম লিস্ট করে তাদেরকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেন। ২০১১ সালে আওয়ামীলীগের সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলকে বিভাজিত হওয়া থেকে রক্ষা করেন।

সঙ্গতভাবেই তৎকালীন সভাপতি মিরাজ শিকদার ও সাধারণ সম্পাদক মোনায়েম খন্দকার রানা রফিক খানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করেন।

পরবর্তীতে আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে ওনার সুপারিশক্রমে ও তত্বাবধানে ক্রমে কর্ক আওয়ামীলীগ , কেরি আওয়ামীলীগ , গলওয়ে আওয়ামীলীগ ও ডাবলিন আওয়ামীলীগ গঠন করা হয় এবং সাম্প্রতিককালে তা সম্প্রসারিত হয়ে ওফেলি আওয়ামীলীগও যুক্ত হয়।

আশ্চর্যের বিষয় হচ্ছে ইউরোপিয়ান আওয়ামীলীগের আওতাধীন ইউরোপের অন্যান্য দেশে প্রতিটি কাউন্টি অনুযায়ী এতগুলো তৃণমূল পর্যায়ের সংগঠন আর নেই। আয়ারল্যান্ড সেক্ষেত্রে সত্যি ব্যতিক্রম।

কমিউনিটি ব্যক্তিত্ব রফিক খান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলের কর্মী-ই নন, এবারের মহামারী কালীন সময়ে ও তিনি অসামান্য মানবিক গুণাবলীর পরিচয় দিয়েছেন। আওয়ামীলীগের কর্মী আয়ারল্যান্ডে আরো অনেকেই ছিল সেই ক্ষেত্রেও তিনি তার এই ব্যতিক্রম পর্যায়ের নেতা বা মানুষ হওয়ার ভিন্ন ধর্মী স্বাক্ষর রেখেছেন।

আমরা ডাবলিন আওয়ামীলীগের পক্ষ বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ও জননেতা রফিক খানের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভ জন্মদিন রফিক ভাই।



শুভেচ্ছান্তে,

ফিরোজ হোসেন
সভাপতি
ডাবলিন আওয়ামীলীগ

অলক সরকার
সাধারণ সম্পাদক
ডাবলিন আওয়ামীলীগ