header



"চট্রগ্রামের রাউজান থানার মানুষের পাশে কর্ক আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক টিপন বড়ুয়া।"


ছবি: কর্ক আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক টিপন বড়ুয়া


দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের কর্মীরা।

আজকে আমরা তেমনি একজনকে পেলাম যিনি আয়ারল্যান্ডের কর্কে বসবাস করেন এবং তিনি আমাদের টিপন বড়ুয়া।

২০১১ সালে আয়ারল্যান্ড আওয়ামীলীগ গঠন হওয়ার পর থেকেই দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি, বলতে গেলে আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী। সকল মিটিং মিছিলে তার সরব উপস্থিতি। তিনি তার দলীয় ভাষণগুলোতে কথা বলেন বাংলার মানুষের , কথা বলেন গরিব দুস্থ মানুষের। মনে হতে পারে, তিনি শুধু ভাষণে বলতে হবে বলে বলছিলেন।

ছবি: খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত ও বিতরণ


কিন্তু মনের এসব সকল জড়তা আর থাকেনি যখন তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। টিপন বড়ুয়া জানালেন, চট্রগ্রামের রাউজান থানার অন্তর্গত মাইজপাড়ায় ও খলিফা পাড়ায় মানুষ কর্মহীন হয়ে পড়ায় আশপাশের মানুষগুলো ঠিকভাবে খাবার পাচ্ছিলেন না। তাই বুদ্ধ পূর্ণিমার এই মাহেন্দ্রক্ষণে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

দেশপ্রেমের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই , বলা হয় যিনি যেই কাজ করছেন সেটা ভালোভাবে করলেই সেটাকে দেশপ্রেম বলা হয়। কিন্তু সেটা তখনি সম্ভব যখন দেশের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি নিজের লোক, আপনার লোক মনে করবেন। তাদের সমস্যা বা দুর্ভোগকে নিজের ঘরের সমস্যা মনে করবেন।

এই কাজে বাঙালিদের চেয়ে আর কে বড় উদাহরণ স্থাপন করতে পেরেছে-আমাদের জাতীয় নায়কেরা তো সেই উদাহরণ ১৯৭১ সালেই স্থাপন করেছিল।

আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকেও আমরা সকলকে অনুরোধ করবো এই দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের এই পোস্টের উদ্দেশ্য দেশে বা বিদেশে অন্যান্য সকলকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা।

আপনাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।



      

[ সংবাদটি পড়া হয়েছে : 8 বার ]






Published on: 06/05/2020