“বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের শুভকামনায় ডাবলিন আওয়ামীলীগ”



      

গত ২৬/০৬/২০১৮ তারিখে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথে এক সান্ধ্যভোজে অংশগ্রহণ করেন ডাবলিন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের Swords এলাকায় 'চিলি সেকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট' দ্বারা আয়োজিত সান্ধ্যভোজে ডাবলিন আওয়ামীলীগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাবলিন আওয়ামীলীগের সভাপতি জনাব ফিরোজ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলক সরকার।

উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার -নাজমুল আবেদীন ফাহিম, প্রধান কোচ - অঞ্জু জৈন, সহকারী কোচ- দেবিকা পালসিকর, ট্রেইনার-আনোয়ার হোসেন মনির, পারফরম্যান্স বিশ্লেষক-জাহান-ই আলম শাওন , দলের ফিজিও -অনুজা দলবি ও দলের Oneday ও T20 অধিনায়ক-যথাক্রমে রুমানা খাতুন ও সালমা খাতুন সহ অন্যান্য খেলোয়াড়রা। আরো উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশেনের প্রতিনিধি চুন্নু মাতব্বর, কর্কের টুটুল ভাই, 'চিলি সেকার ইন্ডিয়ান' রেস্টুরেন্টের কর্ণধার মোস্তফা ভাই ও ডাবলিনের দিদারুল আলম সহ ডাবলিন কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল এই মুহূর্তে আয়ারল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথে খেলার প্রস্তুতি নিচ্ছে।

ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলকে শুভকামনা জানানো হয়।


      

বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথে ডাবলিন আওয়ামীলীগ

 

[ সংবাদটি পড়া হয়েছে : 8307 বার ]