Page Haeder

আপনাদের মতামত

"এই পাতা সকলের জন্য উম্মুক্ত। যে কেউ লেখা পাঠাতে পারেন। ছাপার যোগ্য যেকোনো লেখা এই পাতায় প্রকাশিত করা হবে। এই পাতার কোনো ধরণের লেখনীর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।"
Alak Sarker

আমি জেলে যেতে চাই

বেশ কিছুদিন আগে অস্ট্রিয়া আওয়ামীলীগের একটি ফেসবুক পেজ থেকে ওনাকে পূর্বের ফারুক হোসেন নামে অভিহিত করে নজরুল ইসলামের বিরুদ্ধে নরসিংদীর বঙ্গবন্ধুর এক খুনির বাড়িতে লজিং মাস্টার থাকার গুরুতর অভিযোগ উঠে। সেই সাথে আরো কিছু অভিযোগ উঠেছে কিন্তু তিনি কোনোটিরই উত্তর দেননি

'তার বিরুদ্ধে আনীত অভিযোগের খণ্ডন না করে তিনি সমালোচনাকে আরো উস্কে দিয়েছেন।'

অলক সরকার
Rubel

আওয়ামীলীগই যেন আ:লীগের কাটা

নজরুল ইসলাম সাহেব যে কেবল আয়ারল্যান্ডে এমনটি করেছেন তা নয়, তিনি যে দেশটিতে বসবাস করেন খোদ সে দেশের আওয়ামী লীগ কমিটি নিয়ে ও বিতর্ক রয়েছে। সেখানেও তিনি বিএনপি জামায়াতের অনুপ্রবেশ ঘটিয়েছেন বলে স্থানীয় নেতা কর্মীদের অভিযোগ।যা ইতোমধ্যে পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

প্রয়াত আওয়ামী লীগ নেতা শ্রদ্ধেয় সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন “আওয়ামী লীগ” একটি অনুভূতির নাম। কিন্তু এ “অনুভূতি” যখন দুর্নীতিতে গিয়ে ঠেকে তখন আমরা যারা প্রকৃত আওয়ামী ঘরানার লোক তারা বেশ কষ্ট পাই, আহত হই।

সাজেদুল চৌধুরী রুবেল
Alak Sarker

এরশাদের রাজনীতির সেকাল, একাল

কিছুদিন আগে বাংলাদেশের রাজনীতিতে এরশাদ অধ্যায়ের সমাপ্ত হলো। নানারকম অঘটন ঘটনে পটিয়সী ছিলেন এরশাদ। ক্ষমতায় থাকাকালে ধর্মকে সংবিধানে যুক্ত করা থেকে শুরু করে নির্বিচারে মানুষ হত্যা পর্যন্ত সবকিছুই তিনি করেছেন। আর এই সবকিছুর পেছনেই ছিল ক্ষমতা।

‘শেষদিকে এসে তিনি গণতান্ত্রিকভাবেই রাজনীতি করেছেন। বিএনপি জামায়াতের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে তিনি আওয়ামীলীগের পাশে এসে দাঁড়িয়েছেন।

অলক সরকার
Bijon Sarker

ভারত নয়,উগ্রবাদ

প্রতিবেশী ভারত হিন্দুপ্রধান দেশ। আমাদের দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের ভৌগলিক অবস্থান ও ডেমোগ্রাফিক চরিত্রের প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বিগত কয়েক দশকে পশ্চিম এশিয়ার দেশগুলির মতো কিংবা পাকিস্তান ও আফগানিস্তান না হয়ে ওঠার অন্যতম কারণ বাংলাদেশের তিন দিক থেকে ভারতের অবস্থান।

বাংলাদেশে ভারতবিরোধী রাজনীতি করলে ভোট পাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়।

বিজন সরকার
Kibria Haider

আমাদের দলগত ভাবনা

অতি উৎসাহী কিছু লোকজনকে দেখা যায় আজকাল আয়ারল্যান্ড আওয়ামীলীগ নিয়ে কথা বলতে।আওয়ামী নামধারী হাইব্রিড একটি গোষ্ঠী কিছু হলেই আওয়ামীলীগকে গালাগাল করে,দলের মধ্যে বিভক্তি খুঁজে বেড়ায়,এটাতেই যেন তাদের অনন্ত কালের আনন্দ নিহিত ।

এরা কিছুদিন পর পর আয়ারল্যান্ড আওয়ামীলীগের নাম দিয়ে মিটিং করে, আর মিটিংয়ের নাম করে হাইব্রিড এই গোষ্ঠীটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে চিকেন কাবাব চাবায়।।

আয়ারল্যান্ড আওয়ামীলীগ