বাংলাদেশে অনেক চোখ-ঝলসানো বহুতল দালান-কোঠা নির্মাণ হয়েছে, যা অতীতে আমরা কল্পনাও করতে পারতাম না। আলো ঝলমল, শীতাতপ নিয়ন্ত্রিত বিপণী বিতান, অসংখ্য স্বর্ণ ব্যবসায়ী, গহনা নির্মাণ বা জুয়েলারির দোকান দিব্যি চোখকে ধাঁধিয়ে দিচ্ছে। ।
জাগতে হলো বাঙালিকে। এই জাগরণের, যাকে আমরা সহজেই জাতীয় জাগরণ বলে অভিহিত করতে পারি- তার স্রষ্টা দুজন জাতীয় নেতা। এক, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও দুই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
-রণেশ মৈত্র