“ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম.এ গনি আয়ারল্যান্ডে আসছেন”



      
"শুভেচ্ছা স্বাগতম গনি ভাইয়ের আগমন"

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম.এ গনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়ারল্যান্ড আওয়ামীলীগের কর্মকান্ডকে বেগবান করতে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জনাব কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেনের আমন্ত্রণে আগামী রবিবার ০৮/০৬/২০১৮ ইং তারিখে আয়ারল্যান্ডে আসছেন।

আয়ারল্যান্ডে তিনি আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে স্বাক্ষাতের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের সংস্থাপন মন্ত্রী খন্দকার মোশাররফ তনয়া, সিরাজগঞ্জ-২ আসনের এম.পি হাবিবে মিল্লাত মুন্না ভাইয়ের সহ-ধর্মিনী, FBCCI-এর পরিচালক শারিতা মিল্লাতের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন।

উক্ত ও মত বিনিময় সভায় আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দকে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

স্থান ও সময় জানার জন্য আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জনাব কিবরিয়া হায়দার (-086 854 9613) ও সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেনের (-087 355 6077) সাথে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।


      

নিবেদক,
ফিরোজ হোসেন
সভাপতি
ডাবলিন আওয়ামীলীগ

অলক সরকার
ভারপ্রাপ্তসাধারণ সম্পাদক
ডাবলিন আওয়ামীলীগ

 

[ সংবাদটি পড়া হয়েছে : 8086 বার ]