“যোগ্য ও নিষ্ঠাবান নেতাকে প্রতিমন্ত্রী নিযুক্ত করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।”




জামালপুর জেলার গুরুত্ত্বপূর্ণ এলাকা জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে নির্বাচিত এম.পি ডাঃ মুরাদ হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারে নিযুক্ত হওয়ায় ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

জননেত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ যে নেত্রী মুরাদ ভাইয়ের মতো একজন যোগ্য ও ব্যক্তিত্ববান নেতাকে প্রতিমন্ত্রী নিযুক্ত করেছেন।

জামালপুর-৪ আসনের জনপ্রতিনিধি মুরাদ ভাই এলাকায় একজন স্বজ্জন, দলপ্রিয় ও জনপ্রিয় ব্যক্তি।

রাজনীতির তৃণমূল ছাত্রজীবনে ডাক্তারদের সংগঠন স্বাচিপ থেকে উঠে আসা এই নেতা আমাদের এলাকা সরিষাবাড়ীতে অনেক পরিবারের দু:সময়ে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এলাকায় খুব কম লোক-ই আছে যাদের দুর্দিনে মুরাদ ভাই পাশে ছিলেন না। আমাদের পরিবারের দু:সময়েও তিনি যথারীতি পাশে ছিলেন। তিনি হয়তো তখন মন্ত্রী ছিলেন না কিন্তু জনগণকে ভালোবাসতে তার মধ্যে কখনো কৃপণতা দেখা যায়নি।

তাই হয়তো জনগণ-ও এবার বিপুল ভোটের মাধ্যমে মুরাদ ভাইকে বিজয়ী করেছে।


এলাকায় তার জনপ্রিয়তা ও জনকল্যাণমুখী কাজে ঈর্ষান্বিত হয়ে তিনি ছাত্রজীবনে বিএনপি জামায়েত অপগোষ্ঠী দ্বারাও মামলা হামলার শিকার হন। কিন্তু এই ধরণের বিরোধিতা তাকে সাহসী ও দৃঢ় প্রত্যয়ের অধিকারী করেছে বলেই আমার বিশ্বাস।


আমরা মুরাদ ভাইয়ের দীর্ঘায়ু , সুস্বাস্থ্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করি যেন তিনি জনকল্যাণে কাজ করে যেতে পারেন এবং পাশাপাশি নিজ এলাকা সহ বাংলাদেশের সর্বত্র স্বাস্থ্য সেবার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।




শুভেচ্ছান্তে,

সাইফুল ইসলাম রবিন
যুগ্ম সাধারণ সম্পাদক
ডাবলিন আওয়ামীলীগ
আয়ারল্যান্ড।




      

[ সংবাদটি পড়া হয়েছে : 8054 বার ]