কর্ক আওয়ামীলীগের সদস্য রিপন বড়ুয়া। খুব একটা বেশি তিনি জনসমক্ষে আসেন না কিন্তু আওয়ামীলীগের মিটিং হলেই প্রয়োজনে কাজ থেকে ছুটি নিয়ে তিনি চলে আসেন মিটিংএ উপস্থিত হতে।
তাই যারা আওয়ামীলীগের সাথে যুক্ত তাদের মধ্যেই তিনি বেশি পরিচিত। অনেকদিন দিন ধরেই তিনি আয়ারল্যান্ডের কাউন্টি কর্কে থাকেন। সেখানেই তার নিত্য নৈমিত্তিক জীবন প্রবাহমান।
এবারের করোনারি মহামারীতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষের পাশে দাঁড়াবেন কিন্তু শুধু সিদ্ধান্ত নিয়েই ক্ষান্ত থাকেননি রীতিমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে।
তিনি উপহার সামগ্রী বিতরণ করেছেন ওনার নিজ এলাকার রাঙামাটি জেলার কাউখালী থানায়। ওই দিনের উপস্থিতি লোকজন থেকে জানা গেলো কাউকে তিনি ফেরান নি খালি হাতে।
এই মহতী উদ্যোগের জন্য তার এলাকার দক্ষিণ জয়নগর প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকেও ওনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
আমরাও আয়ারল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ওনাকে অসংখ্য জানাই। কারণ ওনার মতো মানুষ-ই সব সময় মানুষের পাশে থাকে।
আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকেও আমরা সকলকে অনুরোধ করবো এই দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের এই পোস্টের উদ্দেশ্য দেশে বা বিদেশে অন্যান্য সকলকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা।
[ সংবাদটি পড়া হয়েছে : 42 বার ]