header



আয়ারল্যান্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরতিহীন উপহার সামগ্রী বিতরণ।


ছবি: আয়ারল্যান্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিব্বী ইসলাম


অনেকদিন হলো সারা বিশ্বের মানুষজন লক-ডাউন অবস্থায় আছে। সেই মার্চ মাস থেকে শুরু এখন পর্যন্ত চলছে ঘরবন্দি অবস্থা। কিছু কিছু দেশে লক-ডাউন শিথিল হলেও অনেক দেশেই এখন পর্যন্ত বন্দি দশা চলছে।

ঠিক সেই সময় বাংলাদেশে ঢাকার কর্মহীন মানুষের এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে আয়ারল্যান্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিব্বী ইসলাম।

যোগাযোগ বন্ধ থাকায় তিনি আয়ারল্যান্ডে ফিরতে পারেননি কিন্তু অলস সময়ের তিনি সঠিকভাবে ব্যবহার করেছেন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে।

লক-ডাউন শুরুর সেই শুরু থেকে এখন পর্যন্ত তিনি বিরতিহীন ভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন। ঢাকার রাস্তায় খাবার বিতরণ থেকে শুরু করে ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া পর্যন্ত সব কাজ-ই তিনি করেছেন তার পুরো দল নিয়ে।

চাল ডাল থেকে শুরু করে রান্না করা পর্যন্ত কোনো কিছুই বাদ যায়নি তার তালিকা থেকে।

মানুষ অভুক্ত থাকবে এই বিষয়টি-ই পছন্দ না তার, তাই কখনো ঢাকার রাস্তায় তাকে দেখা যায় ভ্যান গাড়িতে করে খাবার বিতরণ করা অথবা মানুষের দরজায় নিভৃতে খাবার সামগ্রী রেখে আসা। এই কারণে খুব বেশি ছবি আমাদের হাতে আসেনি।

সম্প্রতি ঈদুল ফিতরের আগে তার গ্রামের বাড়িতে যাওয়া হয় এবং সেখানেও যথারীতি খাদ্য সামগ্রী নিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়ান রিব্বী ইসলাম। আর এই সংক্রান্ত সকল কাজেই উৎসাহ দিয়ে আসছেন তার পিতা ডাবলিন আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ বিপুল।

গ্রামে খাদ্য বিতরণ সংক্রান্ত কিছু ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে তা নিন্মে দেওয়া হলো। রিব্বী ইসলাম ধন্যবাদ জানান তার টিমকে যারা এই সহযোগিতায় নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন।

ছবি: খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত ও বিতরণ


আমরা রিব্বী ইসলামের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।

আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকেও আমরা সকলকে অনুরোধ করবো এই দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের এই পোস্টের উদ্দেশ্য দেশে বা বিদেশে অন্যান্য সকলকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা।



      

[ সংবাদটি পড়া হয়েছে : 45 বার ]






Published on: 27/05/2020