প্রিয় সুধী,
আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে গত ৭-ই এপ্রিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপিয়ান আওয়ামীলীগ দ্বারা আয়োজিত অনুষ্ঠানে আয়ারল্যান্ড আওয়ামীলীগের প্রতিনিধি সহ মোট ১৩ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
নানা বর্ণিল ঘটনায় ইউরোপিয়ান আওয়ামীলীগ দ্বারা আয়োজিত অনুষ্ঠান ও আমাদের সফর ছিল অত্যন্ত সাফল্য মন্ডিত ও দিক নির্দেশনাকারি।
আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি জনাব নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবর রহমানকে যারা অনেক পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি ভালোভাবে সুসংগঠিত করেছেন।
ইউরোপিয়ান নেতৃবৃন্দের সাথে আমাদের পারস্পরিক আলোচনায় আয়ারল্যান্ড আওয়ামীলীগের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
এই আলোচনায় আমরা ছাড়াও বিপরীত পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের সম্মুখেই ইউরোপিয়ান আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এই ধরণের সমস্যার সমাধানে আমাদের উপর দায়িত্ব অর্পণ করেন। আপনারা জানেন, আগেও আমরা সমভাবেই আমাদের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সদা সচেষ্ট ছিলাম।
ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতৃবৃন্দের নির্দেশ অনুযায়ী সমস্যা সমাধান ও আগামীতে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সম্মেলনের লক্ষ্যে আমরা খুব শীগ্র-ই আয়ারল্যান্ড আওয়ামীলীগের সকল কর্মীদের নিয়ে একটি সভা করতে যাচ্ছি। এই সভায় সকল আওয়ামীলীগ সমর্থক, কর্মী বা যারা বর্তমান কমিটির বাইরে অবস্থান করছেন তাদের সকলকেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। সমস্ত ভেদাভেদ ভুলে একই সংগঠনের জন্য কাজ করার অভিপ্রায়ে আমরা খুব শীগ্রই এই সভার ব্যাপারে দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে সকলকে জানিয়ে দেব।
উক্ত সভা সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
নিবেদক,
কিবরিয়া হায়দার সভাপতি আয়ারল্যান্ড আওয়ামীলীগ
বেলাল হোসেন সাধারণ সম্পাদক আয়ারল্যান্ড আওয়ামীলীগ