header
Theme




Sample photo

বাঙালীর মহাকাশ যাত্রা

[উৎক্ষেপণ আইরিশ সময়: রাত ৯ টা ১৪ মিনিট, বাংলাদেশ সময় : রাত ২ টা ১৪ মিনিট]

সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই আমেরিকার ফ্লোরিডা থেকে লাঞ্চ হবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। সেই সাথে বাংলাদেশের সর্বকালের সফল আওয়ামীলীগ সরকারের মুকুটে আরো একটি সফলতার পালক যুক্ত হবে। সময়সূচী অনুযায়ী বাংলাদেশ সময় রাত ২ টা ১৪ মিনিটে থেকে ৪ টা ২২ মিনিটের মধ্যে আর যারা আয়ারল্যান্ডে আছেন আইরিশ সময় অনুযায়ী রাত ৯ টা ১৪ মিনিট থেকে রাত ১ টা ২২ মিনিটের মধ্যে "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান নিয়ে মহাকাশের পথে রওনা দেবে বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহাকাশ জয়ের সহযাত্রী আমরাও। তাই এই ঐতিহাসিক যাত্রাকে উদযাপনের লক্ষ্যে আয়ারল্যান্ড আওয়ামীলীগের ওয়েবসাইট থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে মহাকাশ যাত্রার বিবরণ। তাই আমাদের সঙ্গে থাকুন আর বাঙালীর মহাকাশ যাত্রাকে নিজের মতো করে উদযাপন করুন।


বি দ্র :স্যাটেলাইটের বাইরের আবরণে তারানা হালিম "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগানটি লিখে দেন।

লাইভ সম্প্রচার

[ সংবাদটি পড়া হয়েছে : 3841 বার ]

Sample photo

স্যাটেলাইটের সুফল সমূহ:

# বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয়।
# দেশের প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা।
# দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় দারুণ কার্যকর ভূমিকা রাখা।
# জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।
# স্যাটেলাইট দেশ হিসেবে আভিজাত্য ক্লাবে অন্তর্ভুক্ত হওয়া।
# দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাওয়া।
# এই মহাকাশ যাত্রার মাধ্যমে ভবিষ্যতে বাঙালীর মহাকাশ মূলক বিদ্যা অর্জন ও গবেষণার সম্ভাবনা সম্প্রসারিত হওয়া।
# রাজনৈতিকভাবে আরো একটি বড় অর্জন হবে যুদ্ধপরাধী কুখ্যাত দেলোয়ার হোসেন সাঈদী সহ অন্যান্য অপরাধীদের আর চাঁদে দেখতে না পাওয়া।

স্যাটেলাইট বঙ্গবন্ধু-১