“আয়ারল্যান্ডে ডাবলিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অলক সরকার”



গত পহেলা অক্টোবরে ডাবলিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। দলের নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে সম্মেলনের মাধ্যমে গঠিত ডাবলিন আওয়ামীলীগ কমিটির সাধারণ সম্পাদক পদে ডাবলিনে বসবাসরত অলক সরকারকারের নাম এই পদের জন্য ঘোষণা করা হয়। তিনি দীর্ঘ দিন যাবৎ আয়ারল্যান্ড আওয়ামীলীগের সাথে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই জড়িত।


আয়ারল্যান্ড আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ডাবলিন আওয়ামীলীগের নব্য সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানায়। এ ব্যপারে যোগাযোগ করা হলে অলক সরকার বলেন, যে কোনো দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর জন্য পদ কোনো লোভনীয় বিষয় হতে পারে না। দলীয় শীর্ষ পদ মানেই দায়িত্ব। দলের জন্য পবিত্র দায়িত্ব পালন কালে এই পদের ক্ষমতা ব্যবহার করা হয়। তাই দলের শীর্ষ পদে নীতি নৈতিকতা সম্পন্ন , দূরদর্শী ও দায়িত্ব জ্ঞান সম্পন্ন লোকদের আসীন হওয়া উচিত।


তাকে এই দলীয় শীর্ষপদে নির্বাচিত করার জন্য তিনি ডাবলিন আওয়ামীলীগ সহ সকলকেই শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে নৌকার প্রচারের জন্য কাজ করার আহ্বান জানান।


ডাবলিন আওয়ামীলীগের সভাপতি, জনাব ফিরোজ হোসেন বলেন, আমাদের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিতে কোনো ধরণের কার্পণ্যতা করেনি। সাধারণ সম্পাদক হিসেবে অলক সরকার অত্যন্ত সৎ, দলের প্রতি নিষ্ঠাবান ও যোগ্য একজন ব্যক্তি এবং বাংলাদেশ কমিউনিটিতে ডাবলিন সহ আয়ারল্যান্ডে একজন সুপরিচিত। তিনি দল ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করেন।

কিন্তু এতদিন পর সাধারণ সম্পাদক নির্বাচন কেন এর উত্তরে তিনি বলেন , দলের নির্বাহী কমিটি প্রাথীর যাচাই বাছাই করতেই এই সময়টা নিয়েছে। এটা তেমন কিছুই নয়। যোগ্য লোক ডাবলিন আওয়ামীলীগের নেতৃত্বে আসবে সেটাই আমরা সবাই চাই।


উল্লেখ্য, ডাবলিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অলক সরকার বাৎসরিক ছুটিতে বাংলাদেশে আছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন যেখানে ডাঃ দীপুমনি ডাবলিন আওয়ামীলীগের নব কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।



      

 পত্রিকায় প্রকাশিত আমাদের সংবাদ


      


      

[ সংবাদটি পড়া হয়েছে : 7193 বার ]